Thursday, July 17, 2025
Homeমূলপাতাবিমান বাহিনীর বিমানে ২০০ জনকে বাংলাদেশ সীমান্তে পাঠালো ভারত।

বিমান বাহিনীর বিমানে ২০০ জনকে বাংলাদেশ সীমান্তে পাঠালো ভারত।

বিমান বাহিনীর বিশেষ বিমানে কাদের বাংলাদেশে পুশ-ইনের জন্য আনলো ভারত।

নিজস্ব প্রতিবেদক | Finix News
প্রকাশ: ৬ জুলাই ২০২৫ | সময়: সকাল ৯:২৪

ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরা শহর থেকে প্রায় ২০০ জন মানুষকে ‘বাংলাদেশি নাগরিক’ দাবি করে একটি বিশেষ সামরিক বিমানে করে সীমান্তে পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এই অভিযানে ব্যবহার করা হয় ভারতীয় বিমান বাহিনীর একটি এয়ারবাস A321 মডেলের বিমান।

ভারতীয় বিমানবাহিনী, বিএসএফ পুশ-ইন, গুজরাট বাংলাদেশ অনুপ্রবেশ, বিমানবাহিনীর বিশেষ বিমান, সীমান্তে হস্তান্তর।
বিমানবাহিনীর বিমানে ২০০ জনকে বাংলাদেশ সীমান্তে পাঠালো ভারত।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত বৃহস্পতিবার (৪ জুলাই) বিমানটি ভাদোদরা বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং উত্তর-পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্য ও পশ্চিমবঙ্গে অবতরণ করে। এরপর বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয় এসব মানুষকে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাদের অধিকাংশের কোনো বৈধ কাগজপত্র নেই এবং তারা ‘নিশ্চিত বাংলাদেশি নাগরিক’।

গুজরাট পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই মাস আগে গুজরাটে বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এরপর তাদের রাখা হয় একটি অস্থায়ী হেফাজত কেন্দ্রে। তিনি বলেন, “তাদের নাগরিকত্ব যাচাই ছাড়াই বাংলাদেশে পুশ-ইনের প্রক্রিয়া শুরু হয়েছে।”

ভারতীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, বিএসএফ বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। এরপর বাংলাদেশ সীমান্ত দিয়ে এদের পুশ-ইন করা হবে। তবে ঠিক কোন সীমান্ত পয়েন্ট দিয়ে এবং কখন এই পুশ-ইন কার্যকর হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত আইন এবং কূটনৈতিক নিয়মনীতি অনুযায়ী কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নাগরিকত্ব যাচাই না করে পুশ-ইন প্রক্রিয়া চালানো মানবাধিকারের লঙ্ঘন হতে পারে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে।

Finix News এই বিষয়ে যেকোনো নতুন তথ্য পেলে তা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেবে।


যোগাযোগ: [email protected]
সূত্র: The Indian Express

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post