Monday, July 28, 2025
Homeবিনোদনঈদে শাকিব খানের ‘তাণ্ডব’ মুক্তি অনিশ্চিত, যৌথ প্রযোজনার অনিয়মে তৎপর সরকার।

ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’ মুক্তি অনিশ্চিত, যৌথ প্রযোজনার অনিয়মে তৎপর সরকার।

শিরোনাম: ঈদে ‘তাণ্ডব’ মুক্তি অনিশ্চিত, যৌথ প্রযোজনার অনিয়মে তৎপর সরকার

ফিনিক্স নিউজ ডেস্ক | [email protected]

আসন্ন ঈদুল আজহার বিগ বাজেটের সিনেমা তাণ্ডব-এর মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সুপারস্টার শাকিব খান ও সাবিলা নূরের প্রথমবারের মতো জুটি বাঁধা এই সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর প্রচারণা, কিন্তু পেছনের দৃশ্যপটে চলছে নানা জটিলতা ও অনিয়মের আলোচনা।

শিরোনাম: ঈদে ‘তাণ্ডব’ মুক্তি অনিশ্চিত, যৌথ প্রযোজনার অনিয়মে তৎপর সরকার।
শিরোনাম: ঈদে ‘তাণ্ডব’ মুক্তি অনিশ্চিত, যৌথ প্রযোজনার অনিয়মে তৎপর সরকার।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কায় যৌথ প্রযোজনার এই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই। যদিও অতীতেও অনিয়মের নজির রয়েছে এবং তবুও সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তি পেয়েছে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কিছু মহল এবারের ঘটনায় বেশ তৎপর হয়ে উঠেছে।

উল্লেখ্য, ঈদুল ফিতরেও ‘বদবাদ’ নামক একটি সিনেমা বিদেশে অনুমতি ছাড়া শুটিং করার অভিযোগে আলোচনায় আসে। তবুও শেষ পর্যন্ত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ধরনের নিয়ম লঙ্ঘন ও বেপরোয়া আচরণে চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতির এক বড় অংশ অসন্তোষ প্রকাশ করেছে।

প্রাপ্ত তথ্যমতে, যৌথ প্রযোজনা কিংবা দেশের সিনেমা বিদেশে মুক্তি পেলেও সরকারের রাজস্ব অর্জনের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। ফলে অর্থ পাচারের আশঙ্কা তৈরি হচ্ছে। অতীতে ‘তুফান’ ছবির ক্ষেত্রেও এ ধরনের অভিযোগ উঠেছিল, যা নিয়ে এফডিসিতে সংবাদ সম্মেলনও হয়, তবে কার্যকর কোনো ফল মেলেনি।

তাণ্ডব সিনেমাটি প্রযোজনা করেছে ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই। সহ-প্রযোজক হিসেবে আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং সহযোগী হিসেবে রয়েছে দীপ্ত মিডিয়া। ঈদুল আজহায় সিনেমাটির মুক্তি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও পরিচালক রায়হান রাফী ৩ জুন আয়োজিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করেছেন, যা মুক্তি নিয়ে সংশয় আরও বাড়িয়েছে।

এদিকে, মঙ্গলবার (৩ জুন) রাত ৭টায় ঢাকার পল্টনে চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জরুরি মতবিনিময় সভা। ঈদের সিনেমাগুলোর অনিয়ম, বিশেষ করে অনুমোদনহীন বিদেশে শুটিং ও যৌথ প্রযোজনার স্বচ্ছতা নিয়ে কঠোর অবস্থান গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

ঈদের প্রেক্ষাগৃহে তাণ্ডব আদৌ মুক্তি পাবে কি না, সেটাই এখন প্রশ্ন। সময়ই এর সঠিক উত্তর দেবে।


📩 যোগাযোগ করুন: [email protected]
📍 আরও আপডেট পেতে চোখ রাখুন Finix News-এ।

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post