Thursday, July 17, 2025
Homeবাংলাদেশদিনে স্কুলশিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত! গ্রেফতার ৪!

দিনে স্কুলশিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত! গ্রেফতার ৪!

দিনে স্কুলশিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত – ভাঙ্গায় পুলিশের জালে চক্রের চার সদস্য।

📍 ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
🕔 প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম | Finix News

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাকাতির ঘটনায় জড়িত ভয়ংকর একটি ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

দিনে স্কুলশিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত!
দিনে স্কুলশিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত!

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন:

১. মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫) — নগরকান্দার শ্রীরাঙ্গাল গ্রামের বাসিন্দা ও দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক।
২. কিবরিয়া শেখ (৩৫) — পূর্বসদরদী গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি।
৩. শহিদুল ওরফে শহিদ (৪৫) — গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের বাসিন্দা।
৪. পার্থ রায় (৪২) — ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে দুই প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় পাঁচজনকে কুপিয়ে জখম করে ডাকাতরা। তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয় চক্রের মূল হোতা মোক্তার হুসাইন ও তার সহযোগী কিবরিয়া শেখকে।

ক্যাডেট স্কুলের আড়ালে ডাকাতির ছক!

চাঞ্চল্যকর তথ্য হলো, দিনব্যাপী স্কুল পরিচালনা করলেও রাতের আঁধারে মোক্তার হুসাইন একাধিক ডাকাতিতে নেতৃত্ব দিতেন। কিবরিয়া শেখও নিজের পরিচয় গোপন রেখে ডাকাতি করতেন ইলেকট্রিক মিস্ত্রির ছদ্মবেশে।

একই রাতে দুই বাড়িতে ডাকাতি:

৩০ মে আলগি ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে একই রাতে দুটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় শহিদুল ও পার্থ রায় গ্রেপ্তার হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচ ভরি সোনা উদ্ধার করা সম্ভব হয়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ বলেন,
“স্কুল পরিচালনা ও পেশাগত পরিচয়ের আড়ালে এই ডাকাতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অপরাধ চালিয়ে আসছিল। আমরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করি। পাটক্ষেতে লুকিয়ে থাকায় তাদের ধরতে কিছুটা সময় লাগে। তবে চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


📧 Finix News | [email protected]
🌐 আরও খবর পড়ুন: www.finixnews.com

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post