Thursday, July 17, 2025
Homeউত্তরবঙ্গকুড়িগ্রাম সরকারি কলেজের বাজিমাত, দেশসেরা ৪ শিক্ষার্থী!

কুড়িগ্রাম সরকারি কলেজের বাজিমাত, দেশসেরা ৪ শিক্ষার্থী!

১৮তম শিক্ষক নিবন্ধনে দেশসেরা কুড়িগ্রাম সরকারি কলেজের চার শিক্ষার্থী।

🕘 প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ | 🖊️ প্রতিবেদক: কুড়িগ্রাম সরকারি কলেজ প্রতিনিধি

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফলে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে জাতীয় মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ। কলেজ পর্যায়ের জাতীয় মেধাতালিকায় ইংরেজি বিভাগ থেকে চারজন শিক্ষার্থী যৌথভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

কুড়িগ্রাম সরকারি কলেজের বাজিমাত, দেশসেরা ৪ শিক্ষার্থী!
কুড়িগ্রাম সরকারি কলেজের বাজিমাত, দেশসেরা ৪ শিক্ষার্থী!

জাতীয় মেধাতালিকায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আউয়াল এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের খাদিজা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আলপনা আক্তার।

নিজ নিজ সাফল্য সম্পর্কে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত আলাপে চারজনই জানান, এ অর্জন হঠাৎ করে আসেনি; এটি কঠোর পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক প্রস্তুতির ফল। তাঁরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি কুড়িগ্রাম সরকারি কলেজ এবং ইংরেজি বিভাগের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাফল্যের অনুভূতি ব্যক্ত করে খাদিজা আক্তার বলেন, “এই সাফল্যের পর আমার লক্ষ্য প্রশাসন ক্যাডারে বিসিএস উত্তীর্ণ হয়ে দেশের সেবা করা।”

এদিকে এই কৃতিত্বপূর্ণ অর্জনে খুশি কলেজ প্রশাসন। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “এই অর্জন শুধু কুড়িগ্রাম সরকারি কলেজ নয়, বরং পুরো জেলার জন্য গর্বের। আমাদের ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে—প্রতিভা ও পরিশ্রম থাকলে দেশের যেকোনো প্রান্ত থেকেও জাতীয় পর্যায়ে সাফল্য সম্ভব।”

তিনি আরও বলেন, “শিক্ষক নিবন্ধন ছাড়াও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও সাফল্য পাচ্ছে। সামনে বিসিএস, ব্যাংক ও অন্যান্য উচ্চপদস্থ চাকরিতেও তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে বলে আমরা আশাবাদী। ছাত্র-শিক্ষকের সৌহার্দ্য ও শিক্ষার মান ধরে রেখে আমরা জাতীয় পর্যায়ে একটি রোল মডেল হয়ে উঠতে চাই।”

এই অভাবনীয় সাফল্য কুড়িগ্রাম সরকারি কলেজ এবং সমগ্র কুড়িগ্রামবাসীর জন্য এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।


📧 Finix News | [email protected]
📌 আরও খবর পড়ুন: www.finixnews.com

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post