বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘গুগল পে’: ডিজিটাল পেমেন্টে নতুন যুগের সূচনা।
Finix News | ফিনিক্স নিউজ ডেস্ক | ২৮ মে ২০২৫
বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক ব্যবস্থায় এক নতুন মাইলফলক যুক্ত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ (Google Pay) খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যেই এই আধুনিক ওয়ালেট সেবা দেশজুড়ে চালু হবে বলে জানা গেছে।
‘গুগল ওয়ালেট’ নামেও পরিচিত এই সেবা ব্যবহারকারীদের এনএফসি (NFC)-সাপোর্টেড টার্মিনাল-এ স্মার্টফোন ব্যবহার করে নিরাপদ ও দ্রুত অর্থ পরিশোধের সুযোগ দেবে। ফলে গ্রাহকদের আর প্লাস্টিক কার্ড বহন করার প্রয়োজন পড়বে না।
কী ধরনের পেমেন্ট করা যাবে?
- দোকানপাটে কেনাকাটা
- বিমান ভ্রমণের টিকিট
- সিনেমা ও ইভেন্ট টিকিট
- অনলাইন ও অফলাইন ট্রানজ্যাকশন
কোন ব্যাংক প্রথম যুক্ত হচ্ছে?
প্রাথমিকভাবে, সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড (যেগুলো বাংলাদেশি মুদ্রায় রয়েছে) গুগল ওয়ালেট অ্যাপের সঙ্গে যুক্ত করতে পারবেন। পরবর্তীতে দেশের অন্যান্য ব্যাংকও ধাপে ধাপে এই সেবার আওতায় আসবে বলে গুগল সূত্রে জানা গেছে।
দেশীয় ফিনটেক খাতে অগ্রগতি:
এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে কার্ডবিহীন লেনদেন ও মোবাইল-নির্ভর অর্থ পরিশোধ ব্যবস্থাকে আরও বেগবান করবে। বিশেষজ্ঞদের মতে, এটি দেশের অর্থনৈতিক খাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।
📧 যোগাযোগ: [email protected]