Friday, September 12, 2025
Homeউত্তরবঙ্গতিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষেই চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষেই চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষেই চূড়ান্ত হবে: জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

📍 Finix News Desk| নীলফামারী | ১৫ জুলাই ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে বলে জানান তিনি।

রিজওয়ানা হাসান প্রেস ব্রিফিং তিস্তা মহাপরিকল্পনা ২০২৫, সৈয়দপুর
ছবি: সংগৃহীত | রিজওয়ানা হাসান প্রেস ব্রিফিং তিস্তা মহাপরিকল্পনা ২০২৫, সৈয়দপুর

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, “তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতার বিষয়। দুই দেশের সম্মতির ভিত্তিতেই এটি বাস্তবায়ন হবে।”

১৭ জুলাই গুরুত্বপূর্ণ বৈঠক:

তিনি জানান, আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে পাঁচটি মূল দিক নিয়ে চূড়ান্ত আলোচনা করা হবে। এরপর সেই প্রস্তাবনা সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং পরে ইআরডি (ERD)-র মাধ্যমে তা চীনা কর্তৃপক্ষের কাছে যাবে।

তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরই পরিকল্পনাটি চূড়ান্ত হবে এবং বাস্তবায়নের কাজ শুরু হবে।”

উত্তরাঞ্চলের জন্য আশার আলো:

তিস্তা নদী বেষ্টিত নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরে প্রতি বছর বন্যা, নদীভাঙন ও খরার ভয়াবহতা দেখা দেয়। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এসব সমস্যার সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, “এই প্রকল্পের মধ্যে নদী শাসন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, পরিবেশবান্ধব পর্যটন এবং নদীর গতিপথ নিয়ন্ত্রণের বিষয়গুলো যুক্ত করা হয়েছে।”

সফরের অংশ হিসেবে কুড়িগ্রামে যাচ্ছেন:

উপদেষ্টা রিজওয়ানা হাসান পরে সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

📌 সম্পর্কিত সংবাদ:

 

🔗 আরও খবর পড়ুন: www.finixnews.com
📲 সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন ফিনিক্স নিউজ-এর সঙ্গে।

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post