Tuesday, July 29, 2025
Homeবাংলাদেশজাতীয়লালমনিরহাটে কমিউটার ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ।

লালমনিরহাটে কমিউটার ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ।

লালমনিরহাটে কমিউটার ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ।

Finix News Desk | লালমনিরহাট | ২৮ জুলাই ২০২৫

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেন ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে রেলস্টেশন সংলগ্ন ওয়ার্কশেড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীহীন লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।

লালমনিরহাটে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ।
ছবি: সংগৃহিত | লালমনিরহাটে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ।

এ দুর্ঘটনার ফলে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তারা।

ঘটনার বিষয়ে লালমনিরহাট রেল বিভাগের ডিএমই (লোকো) সাজিদ হাসান নির্ঝর বলেন, “লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাজধানী থেকে বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়। এরপর সেটিকে পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।”

তিনি আরও জানান, “দুর্ঘটনায় লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও কেউ হতাহত হননি। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে।”

ঘটনার পর থেকে পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি ঘটনাস্থলেই আটকা পড়ে আছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। রেল বিভাগ জানিয়েছে, দ্রুত উদ্ধার ও মেরামতের কাজ শেষ করে রেল যোগাযোগ পুনরায় চালু করার চেষ্টা চলছে।

রেল বিভাগের নিরাপত্তা শাখার কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, “এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। উদ্ধার ও তদন্ত কার্যক্রম একসাথে চলছে।”

রেলওয়ের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা বিবেচনা করা হচ্ছে। গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


📣 আরও পড়ুন:


📢 Finix News – সত্য বলার সাহস
🌐 www.finixnews.com

🔗 আমাদের সোশ্যাল মিডিয়া লিংক:


✅ সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন ও মন্তব্য করুন। আপনার মতামতই আমাদের শক্তি।
📲 Finix News | সত্যের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post