Monday, July 28, 2025
Homeবাংলাদেশইউনুস ম্যাজিক, বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নিচ্ছে জাপান।

ইউনুস ম্যাজিক, বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নিচ্ছে জাপান।

জাপানে কর্মসংস্থানে ‘ইউনুস ম্যাজিক’: আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনা।

টোকিও, ৩০ মে ২০২৫: ফিনিক্স নিউজ 
ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। বৃহস্পতিবার টোকিওতে আয়োজিত ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক অনুষ্ঠানে এ ঘোষণা আসে।
ইউনুস ম্যাজিক - বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নিচ্ছে জাপান। ।
ইউনুস ম্যাজিক – বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নিচ্ছে জাপান। ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। এটি আমার জন্য এক প্রেরণার দিন। এটি শুধু কাজের সুযোগ নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানারও এক দ্বার উন্মোচন করবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দুইটি সমঝোতা স্মারক সইয়ের সাক্ষী হন।
প্রথমটি স্বাক্ষরিত হয় বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) ও কাইকম ড্রিম স্ট্রিট (কেডিএস)-এর মধ্যে, যা একটি জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ।
দ্বিতীয়টি বিএমইটি, জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস (৬৫টিরও বেশি কোম্পানির ফেডারেশন) এবং জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি (জেবিবিআরএ)-এর মধ্যে সম্পাদিত হয়।

অধ্যাপক ইউনূস বলেন, “এই অনুষ্ঠানটি একটি নতুন দ্বার উন্মোচনের প্রতীক। বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে। সরকারের কাজ হলো তাদের জন্য সুযোগের দরজা খুলে দেওয়া।”

জাপানের শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, “অনেক জাপানি কোম্পানি ইতোমধ্যেই বাংলাদেশি কর্মীদের বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আমি বিশ্বাস করি এই ধারা ভবিষ্যতেও চলমান থাকবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব।”

এদিকে এই উদ্যোগকে ‘ইউনূস-ম্যাজিক’ বলে আখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদটির একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন: “ইউনূস-ম্যাজিক!”

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post