Friday, September 12, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা উদ্ধার ১ মণ, মোটরসাইকেল জব্দ

কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা উদ্ধার ১ মণ, মোটরসাইকেল জব্দ

কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা উদ্ধার, মোটরসাইকেল রেখে পালালো মাদক কারবারি।

ফিনিক্স নিউজ ডেস্ক | কুড়িগ্রাম | প্রকাশিত: ১২ জুলাই ২০২৫

কুড়িগ্রামে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে জেলা শহরের সুজামের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও, তার ব্যবহৃত গাঁজা ও ডিসকভার মোটরসাইকেলটি জব্দ করে সেনাবাহিনী।

কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার।
কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার।

রংপুর এরিয়ার আওতাধীন ৭২ পদাতিক ব্রিগেডের ২২ বীর ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই সুজামের মোড় এলাকায় মাদক কারবারিদের গতিবিধি নজরদারিতে ছিল। অবশেষে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা উদ্ধার সম্ভব হয়।

অভিযানের নেতৃত্বদানকারী কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ ফিনিক্স নিউজকে জানান, “গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালানো হয়। মাদক কারবারি পালিয়ে গেলেও কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা উদ্ধার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর মাদকবিরোধী এবং চাঁদাবাজি দমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় সেনা কর্তৃপক্ষ।

🔗 আরও খবর পড়ুন: www.finixnews.com
📲 সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন ফিনিক্স নিউজ-এর সঙ্গে।

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post