কুড়িগ্রামে সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে ৯ সদস্যের কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন।
Finix News Desk | কুড়িগ্রাম
সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ৯ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে কেজিইউজের বিশেষ সম্মিলনে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা) এবং সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন (এটিএন নিউজ)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল), যুগ্ম আহ্বায়ক বাবুল জামান (দৈনিক আমার দেশ), সদস্য রাশিদুল ইসলাম রাশেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ), আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি) ও মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ)।
অনুষ্ঠানের প্রধান অতিথি বৃহত্তর রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, “সাংবাদিকরা ভয় পেয়ে কলম নামাবেন না। আমরা সত্যের সৈনিক, আর সত্যের পক্ষে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।”
প্রধান আলোচক সরকার মজহারুল মান্নান বলেন, “গণতন্ত্র রক্ষায় তথ্যের স্বাধীনতা অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া এ স্বাধীনতা সম্ভব নয়। সংবাদে তথ্য যদি বস্তুনিষ্ঠ হয়, তাহলে পৃথিবীতে কেউ নেই যে আপনাকে রুখে দিতে পারে।”
সম্মিলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকরা মাঠে কাজের সময় প্রাপ্ত নানা হুমকি, হয়রানি ও প্রশাসনিক বাধার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা একটি কার্যকর সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে থাকবে। হয়রানি বা হামলার শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, আরপিইউজের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক ও ট্রেজারার মমিনুল ইসলাম রিপনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মো. আমিনুল ইসলাম।
Finix News – সত্য বলার সাহস
www.finixnews.com
আমাদের সোশ্যাল মিডিয়া লিংক:
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন ও মন্তব্য করুন। আপনার মতামতই আমাদের শক্তি।
Finix News | সত্যের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ।