Thursday, July 17, 2025
Homeউত্তরবঙ্গকুড়িগ্রামে ছাত্রদল নেতাকে আ.লীগ নেতার হামলা। বিএনপি নেতার যোগসাজশ।

কুড়িগ্রামে ছাত্রদল নেতাকে আ.লীগ নেতার হামলা। বিএনপি নেতার যোগসাজশ।

কুড়িগ্রামে ছাত্রদল নেতাকে আ.লীগ নেতার হামলা। বিএনপি নেতার যোগসাজশ অভিযোগ।

প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক | Finix News

কুড়িগ্রামের সদরে বিএনপির ছাত্রদল নেতা রানা মিয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে। হামলার বিষয়ে বিস্তারিত অভিযোগ ভুক্তভোগী নিজেই ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন।

বিএনপি ছাত্রদল নেতা রানা মিয়া হামলার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোকছেদুল ইসলাম হৃদয়ের ছবি পোস্ট করেছেন
আ. লীগ নেতার হাতে ছাত্রদল নেতা আহত, বিএনপি নেতার শেল্টারে হামলার অভিযোগ।

রানা মিয়া জানান,
“গত ৫ জুলাই ২০২৫ রাত ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কেতার মোড় এলাকার আমিন বাজারে আওয়ামী লীগ পোস্টধারী নেতা মো. মোকছেদুল ইসলাম হৃদয় তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তার হাত ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।”

🔻 হামলার পর হুমকি ও বিতর্কিত ভূমিকা:

ফেসবুক পোস্টে রানা মিয়া আরও দাবি করেন, হামলার পর অভিযুক্ত আওয়ামী লীগ নেতা একজন বিএনপি নেতার কাছে গিয়ে ঘটনার দোষ চাপান এবং সেই বিএনপি নেতা নাকি রানাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার হুমকি দেন।

তিনি লেখেন,
“আমি ১৬ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। ২০১৮ সালে বেলগাছা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ছিলাম। এরপর কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির রায়হান ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রাসেল ভাইয়ের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম।”

🔻 ভাঙনের আভাস?

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ভুক্তভোগীর বক্তব্যে যেহেতু একজন বিএনপি নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, অনেকেই মনে করছেন—দলে ভেতরেই মতবিরোধ ও বিভক্তি বাড়ছে।

🔻 প্রশাসনিক পদক্ষেপ অনুপস্থিত:

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কিনা, সে বিষয়েও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post