Friday, September 12, 2025
Homeকুড়িগ্রামউলিপুরকুড়িগ্রাম উলিপুরে স্কুল ফিডিং চালুর দাবিতে শিক্ষক-জনতার মানববন্ধন।

কুড়িগ্রাম উলিপুরে স্কুল ফিডিং চালুর দাবিতে শিক্ষক-জনতার মানববন্ধন।

কুড়িগ্রাম উলিপুরে স্কুল ফিডিং চালুর দাবিতে মানববন্ধন।

ফিনিক্স নিউজ ডেস্ক : উলিপুর (কুড়িগ্রাম), ২৯ জুন ২০২৫:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্কুল ফিডিং চালুর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কুড়িগ্রাম উলিপুরে স্কুল ফিডিং চালুর দাবিতে মানববন্ধন।
কুড়িগ্রাম উলিপুরে স্কুল ফিডিং চালুর দাবিতে মানববন্ধন।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন:

  • রাকিবুল হাসান রাশেদ, আহ্বায়ক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ

  • জোবায়দুল ইসলাম, সদস্য সচিব

  • মো. হায়দার আলী মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা

  • এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা।

বক্তাদের অভিযোগ, জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটিতে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হলেও উলিপুর উপজেলাকে বঞ্চিত রাখা হয়েছে। অথচ এটি একটি মঙ্গাপীড়িত, নদী-বেষ্টিত ও দরিদ্র এলাকা। এখানকার শিশুদের মধ্যে বাল্যবিবাহ, শিশুশ্রম, ও মাদক আসক্তি অন্যতম সমস্যা।

বক্তারা বলেন, “উলিপুরে স্কুল ফিডিং প্রকল্প চালু না হলে আরও শিশুরা বিদ্যালয় ত্যাগ করবে। প্রাথমিক শিক্ষার হার কমে যাবে এবং সামাজিক সমস্যাও বাড়বে।”

তাঁরা সরকারের কাছে দাবি জানান, উলিপুর উপজেলাকে দ্রুত স্কুল ফিডিং প্রকল্পের আওতায় আনা হোক, যাতে শিশুদের মধ্যে স্কুলমুখী মনোভাব গড়ে ওঠে এবং শিক্ষার মানোন্নয়ন হয়।

প্রতিবেদন: ফিনিক্স নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post