📰 ফিনিক্স নিউজ
সম্পূর্ণ নিরপেক্ষ, সাহসী কণ্ঠস্বর
৩১ মে ২০২৫ | শনিবার | কুড়িগ্রাম সংস্করণ
যোগাযোগ: [email protected]
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, বিএনপি নেতা গ্রেফতার।
সেনাবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত বিএনপি নেতা শাহীন শিকদার
📍 কুড়িগ্রাম প্রতিনিধি:
ভূরুঙ্গামারী উপজেলার সদরের পশুর হাটে নির্ধারিত হারের চেয়ে বেশি হারে খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ মে) বিকেলে হাটে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, চলতি বছরে হাটের ইজারা নিয়েছেন শাহীন শিকদার। সরকারি নির্ধারিত খাজনা গরুপ্রতি ৫০০ টাকা এবং ছাগলপ্রতি ২৫০ টাকা হলেও, বাস্তবে আদায় করা হচ্ছিল গরুর জন্য ৬০০ টাকা ও ছাগলের জন্য ২৭৫ থেকে ৩০০ টাকা।
এই অনিয়মের বিষয়ে অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনীর একটি দল হাটে সরেজমিন তদন্তে নামে। অভিযানে সত্যতা মিললে ইজারাদারকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি হেলাল মাহমুদ জানান, “শাহীন শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করবেন।”
শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি এখনো স্থানীয় রাজনীতিতে সক্রিয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
🖋 প্রতিবেদন: ফিনিক্স নিউজ কুড়িগ্রাম ব্যুরো
📧 যোগাযোগ: [email protected]
🌐 ওয়েবসাইট: www.finixnews.com