Thursday, July 17, 2025
Homeমূলপাতাএক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল! পরিক্ষার্থী হতবাক!

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল! পরিক্ষার্থী হতবাক!

ফলাফল বিভ্রাট: এক বিষয়ে পরীক্ষা দিয়েও দুই বিষয়ে ফেল! জয়পুরহাটে শিক্ষার্থীর ফল নিয়ে চাঞ্চল্য।

Finix News ডেস্ক | জয়পুরহাট | প্রকাশিত: ১২ জুলাই ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিলেও ফলাফলে দুই বিষয়ে ফেল দেখানোয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এক বিষয়ে পরীক্ষা দিয়েও দুই বিষয়ে ফেল!
এক বিষয়ে পরীক্ষা দিয়েও দুই বিষয়ে ফেল!

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জিৎ চন্দ্র মহন্ত। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফার্ম মেশিনারি ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশ নেন। জানা গেছে, তিনি একজন অনিয়মিত শিক্ষার্থী এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কেবল গণিতে ফেল করেছিলেন। সেই অনুপস্থিত বিষয়টিতে পুনরায় অংশ নিতে গিয়ে এবার অদ্ভুত সমস্যায় পড়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, জিৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে কারিগরি শাখায় ভর্তি হন এবং ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় মোট ১৪টি বিষয়ে অংশ নিয়ে শুধু গণিতে ফেল করেন। পরবর্তীতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শুধুমাত্র গণিত বিষয়ে অংশগ্রহণ করেন।

তবে গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, জিৎ গণিতের পাশাপাশি কৃষি বিষয়েও ফেল করেছেন, অথচ তিনি এই বিষয়ে কোনো পরীক্ষাই দেননি।

ভুল ফলাফলে হতবাক জিৎ বলেন,

“আমি ২০২৫ সালের পরীক্ষায় শুধু গণিত দিয়েছি। কৃষি বিষয়ে কোনো পরীক্ষা দিইনি। অথচ ফলাফলে দুইটি বিষয়ে ফেল দেখানো হয়েছে। এটা কেমন করে সম্ভব, বুঝতেই পারছি না।”

এ নিয়ে বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন,

“বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। মার্কশিট ইস্যুর সময় এটি ঠিক হয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন,

“আমি বিষয়টি শুনেছি। কৃষি বিষয়টি যদি ‘ফোর্থ সাবজেক্ট’ হয়ে থাকে, তবুও এতে ফেল দেখানোর কোনো যৌক্তিকতা নেই। আমরা বোর্ডে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাচ্ছি।”

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, শিক্ষা বোর্ডের এমন ভুল শিক্ষার্থীদের মানসিক চাপ ও ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

✅ সংশ্লিষ্টদের দাবি:

সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত করে ভুল ফলাফল সংশোধনের দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ত্রুটি রোধে শিক্ষা বোর্ডকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।


📣 আরও পড়ুন:

আরও পড়ুন | Read More
আরও পড়ুন | Read More...

সর্বাধিক পঠিত | Popular Post